ফারহান একাডেমি
১। বাসায় কাজ কীভাবে করলে সহজ হয়?
উত্তরঃ বাসায় অনেক ধরনের কাজ রয়েছে। এসব কাজ ছেলে ও মেয়ে সকলে মিলে করলে সহজ হয়। যেমন:
১।কাজের পরিকল্পনা তৈরি করা।
২।কাজগুলো ভাগ করে করা।
৩।পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য নেওয়া।
২। ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত?
উত্তরঃ ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের যেমন ব্যবহার করা উচিতঃ
১। ছেলে ও মেয়ে সকলের প্রতি সদয় হওয়া
২। তাদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা
৩।ছেলে-মেয়ে সবকেই সমান অধিকার দেওয়া
১। কীভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে?
উত্তর: যেভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠবে তা হলো
১/একে অপরকে সম্মান করতে হবে
২ একে অপরকে সাহায্য করা এবং ভালোবাসা, তাহলে সম্প্রীতি তৈরি হয়।
৩/যেন সকল ধর্ম, জাতি ও ভাষার প্রতি সম্মান দেখাই।
৪/সবার মতামতকে শ্রদ্ধা করে সহনশীলতা বজায় রাখতে হবে।
২। বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীর সাথে আমি কীরূপ আচরণ করব?
উত্তরঃ সমাজে কিছু মানুষ আছে যাদের মধ্যে কেউ চোখে কম দেখে আবার কেউ কানে কম শুনে অথবা কেউ একটু কম বুঝে। তাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্মপন মানুষ বলি।
***তাদের সাথে আমরা যেভাবে আচরণ করব
১/ চাহিদাসম্পন্ন সহপাঠীর সাহায্য প্রয়োজন হলে, আমি তাকে সাহায্য করব।
২/ তাকে অন্য সকল সহপাঠীর মতোই সম্মান ও ভালোবাসা দেব
৩/ কথা ধৈর্য সহকারে শোনাব এবং বুঝতে চেষ্টা করব।
২/ কোনো অসুবিধা বা চাহিদা নিয়ে অবজ্ঞা না