Notification texts go here Contact Us Get Now!

২০২৩ সালের ৩টি জনপ্রিয় এআই টুলস 🥰 মিনিটে হবে সকল কাজ

TECH TRENDS
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

২০২৩ সালের ৩টি জনপ্রিয় এআই টুলস 🥰

মিনিটে হবে সকল কাজ




আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI. বাংলায় যেটাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এমনি কিছু AI TOOLS 


যেটির সাহায্যে আপনারা খুব সহজে যেকোনো কাজ মুহূর্তের মধ্যে  করে নিতে পারবেন।  আজকে যে AI TOOLS  সম্পর্কে আপনাদের জানাতে চলেছি সেগুলো আমাদের প্রত্যেকের কাজকে করবে আরো সহজ। 


আমরা যে কাজ গুলো ১২/১৫ ঘন্টা বসে থেকে করা লাগতো কিন্তু এখন AI TOOLS  এর সাহায্য ৫/১০ মিনিটে করা সম্ভব।


তাই আজকের আর্টিকেলটি কেউ মিস করবেন না।


আপনাদের সুবিধার্থে সবগুলো AI TOOLS এর লিংক পেয়ে যাবেন আর্টিকেল এর সাথে। 


ADOBE FIREFLY


২০২৩ সালের সবচেয়ে ভাইরাল যে AI TOOL তারমধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে adobe firefly।


এককথায় যারা ফটো এডিটিং করেন তারা জন্য সবচেয়ে দরকারি একটি AI TOOL এটি। এটির সাহায্য যেকোনো ছবি আপনার মনের মত তৈরি করে নিতে পারবেন। 


শুদু আমি text লিখবেন ব্যাস ai tool আপনাকে সেইরকম ছবি আপনার সামনে হাজির করে দিবে।


এটার সাহায্য ছবির ব্যাকগ্রাউন্ড, কালার পরিবর্তন, অবজেক্ট রিমুভ, নিজের ইচ্ছে মতো সবকিছু ব্যবহার  করে নিতে পারবেন। 


আপনি যদি ফটো এডিটিং করতে পছন্দ করে থাকেন তাহলে এটি আপনার জন্য বেস্ট একটি এআই টুলস হতে চলেছে। অবশ্যই ব্যবহার করে দেখবেন।


PICWISH


যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল একটি এআই টুলস। 


এই AI Tools এর সাহায্য আপনারা যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড মাএ এক ক্লিকে রিমুভ করে ফেলতে পারবেন। 


সবচেয়ে মজার কথা হলো এই এআই টুলসটি  কোনো রকম ছবির কোয়ালিটি নস্ট করে না।

তাই যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তারা একবার হলেও ব্যবহার করতে ভুলবেন না।


LUMA AI


ড্রোন নেই তাই ড্রোন শর্ট নিতে পারছেন না কোনো সমস্যা নেই তাদের জন্য চলে এসেছে Luma Ai। 


যেটির সাহায্যে আপনার মোবাইল অথবা ক্যামেরা যেটা দিয়ে বিডিও করেন না কেনো আপনারা শুদু এখানে আপনার বিডিও, লুমা এআই তে আপলোড করে দিন ব্যাস দেখুন ম্যাজিক। 


সেকেন্ডের মধ্যে আপনার বিডিও খুব সুন্দর ড্রোন শর্ট চলে এসেছে দেখবেন, আপনি চাইলে কাস্টমাইজড করার সুবিধা আছে। 


এটা আপনার মডেলকে 360° পযন্ত ঘুরিয়ে শর্ট নিতে পারেন। যারা বিডিও নিয়ে কাজ করেন অবশ্যই একবার হলেও ব্যবহার করে দেখবেন। 


প্রিয় পাঠক আশা করছি আজকের এআই টুলস সম্পর্কে আর্টিকেলটি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই এই এআই টুলস গুলো ব্যবহার করতে মিস করবেন না। 


প্রতিনিয়ত নতুন নতুন এআই টুলস রিলিজ হচ্ছে চেস্টা করবো পরবর্তীতে নতুন নতুন কিছু এআই টুলস নিয়ে। 


যেগুলো আপনাদের জীবন যাএাকে আরো সহজ করে তুলবে। এবং আপনার পরিশ্রম ও সময় বাঁচাবে।  সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি 


আল্লাহ হাফেজ
পোস্ট: ফারহান আহমেদ

 

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.