মোবাইল তাড়াতাড়ি চার্জ করার উপায়। কীভাবে ফোন চার্জ করা যায় ২০২৪
মোবাইল তাড়াতাড়ি চার্জ করার জন্য আপনি কিছু কৌশল অবলম্বন করতে পারেন। আর আপনি একটি বিষয় মাথায় রাখতে হবে যে যদি আপনি ভুল নিয়মে ফোন চার্জ করতে থাকেন তাহলে আপনার ব্যাটারি লাইফ আর মোবাইল দুইটিই ক্ষতির সম্মুখীন হবেন।
তাই আপনি যদি নিচের নিয়ম গুলো অনুসরণ করেন তাহলে আশা করা যায় আপনি আপনার ফোন দ্রুত চার্জ এবং মোবাইল টিকে ভালো রাখতে পারবেন।
মোবাইল বেশি চার্জ হলে বা সারারাত চার্জে রাখলে ব্যাটারির আয়ু কমে যায়। overcharging হয়ে মোবাইল এর ব্যাটারি পযন্ত নস্ট হয়ে যায়।
কেন বেশি চার্জ হলে সমস্যা হয়
* **তাপমাত্রা:** বেশি চার্জ করার সময় ব্যাটারি গরম হয়ে যেতে পারে। উচ্চ তাপমাত্রা ব্যাটারির ক্ষয়কে আরও ত্বরান্বিত করে।
ব্যাটারির অভ্যন্তরীণ ক্ষতি:** অতিরিক্ত চার্জ ব্যাটারির অভ্যন্তরীণ উপাদানগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ফলে ব্যাটারি ফুলে উঠতে পারে বা এমনকি বিস্ফোরিত হতে পারে।
চার্জার ও কেবল:
অরিজিনাল চার্জার ব্যবহার: আপনার ফোনের সাথে দেওয়া অরিজিনাল চার্জারটিই সাধারণত সবচেয়ে দ্রুত চার্জিং স্পিড দেয়।
ফাস্ট চার্জিং সাপোর্ট: আপনার ফোন যদি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তাহলে ফাস্ট চার্জার এবং কেবল ব্যবহার করুন।
USB-C পোর্ট: যদি সম্ভব হয়, USB-C পোর্ট ব্যবহার করুন। এটি সাধারণত USB-A পোর্টের চেয়ে দ্রুত চার্জ করে। তাই usb- c পোর্ট থাকে এমন চার্জার ব্যবহার Avan
অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ: চার্জ করার সময় অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিন। এতে ফোন কম শক্তি খরচ করবে এবং দ্রুত চার্জ হবে। এবং ফোন ও ফাস্ট চলবে
ব্লুটুথ, ওয়াইফাই বন্ধ: চার্জ করার সময় ব্লুটুথ, ওয়াইফাই এবং অন্যান্য কানেক্টিভিটি বন্ধ করে দিন। এতে আপনার ফোনটি ভাইরাস এবং হেব্বি লোড থেকে মুক্ত থাকবে
আরো পড়ুন: ভালো ক্যামেরা ফোন কেনার উপায়
স্ক্রিন বন্ধ রাখা: চার্জ করার সময় স্ক্রিন বন্ধ রাখা ভাল। চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করলে মোবাইল শর্ট হয়ে যেতে পারে।এবং মোবাইল এর ব্যাটারি ও ফোলে যেতে পারে
পাওয়ার সেভিং মোড চালু: অনেক ফোনে পাওয়ার সেভিং মোড থাকে। চার্জ করার সময় এটি চালু করে দিতে পারেন।
অন্যান্য টিপস:
ফোন ঠান্ডা রাখা: ফোন গরম হয়ে গেলে চার্জিং স্পিড কমে যেতে পারে। তাই ফোন ঠান্ডা রাখার চেষ্টা করুন। এই সময় চার্জে লাগানো ও উচিৎ নয়।
ফোন কেস সরিয়ে নেওয়া: ফোন কেস ফোনের তাপমাত্রা বাড়াতে পারে। তাই চার্জ করার সময় ফোন কেস সরিয়ে নেওয়া ভালো। তাহলে আপনার ফোন আগে থেকে কম গরম হবে।
অরিজিনাল ব্যাটারি ব্যবহার: যদি আপনার ফোনে অরিজিনাল ব্যাটারি না থাকে, তাহলে ভাল মানের ব্যাটারি ব্যবহার করুন। সস্তা ব্যাটারি লাগানো থেকে বিরত থাকুন এতে ফোন, ব্যাটারি দুইটাই ক্ষতিগ্রস্হ হয়।
অতিরিক্ত চার্জিং: ফোন পুরোপুরি চার্জ হয়ে গেলে চার্জার থেকে সরিয়ে নিন। অতিরিক্ত চার্জিং ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে। এতে ব্যাটারিও চার্জিং ব্যাকআপ কম দেয়।
ফাস্ট চার্জিং এর ঝুঁকি: ফাস্ট চার্জিং ব্যাটারির উপর চাপ বাড়াতে পারে। তাই খুব বেশি ফাস্ট চার্জিং ব্যবহার না করাই ভাল।
এই টিপসগুলো অনুসরণ করে আপনি আপনার মোবাইল আরও দ্রুত চার্জ করতে পারবেন।
আপনার ফোনের মডেলের উপর নির্ভর করে চার্জিং সময় এবং পদ্ধতি ভিন্ন হতে পারে।
আপনার ফোনের ম্যানুয়ালটি ভালো করে পড়ুন।
কোনো সমস্যা হলে কোম্পানীর সাথে যোগাযোগ করুন। তারা আপনার ফোনের জন্য ভালো ব্যাটারি এবং ভালো চার্জার দিবে।
আশা করি আজকের পোস্ট থেকে জানলেন কীভাবে ফোন চার্জ করলে ফোন তাড়াতাড়ি চার্জ হয় এবং ব্যাটারি ও ফোন দুইটাই ভালো রাখতে পারবেন।
পোস্ট ভালো লেগে থাকলে পোস্টটি শেয়ার করে পাশে থাকবেন।
এডমিন : ফারহান আহমেদ
আল্লাহ হাফেজ